জিমেইলের ইমেইল দিয়ে এআই প্রশিক্ষণ? গুগলের দাবি ‘ভুল ব্যাখ্যা’
জিমেইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক বিভ্রান্তি। ভাইরাল কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, গুগল নাকি ব্যবহারকারীর ইমেইল ও অ্যাটাচমেন্ট ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। আরও বলা হচ্ছে, এ থেকে বাঁচতে চাইলে দ্রুত জিমেইলের ‘স্মার্ট ফিচার’ বন্ধ করে দিতে হবে। এসব দাবি ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
তবে গুগল পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ–কে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র জেনি থমসন বলেন, “এই প্রতিবেদনগুলো ভুল ব্যাখ্যা করছে। আমরা কারও সেটিংস পরিবর্তন করিনি। জিমেইলের স্মার্ট ফিচার বহু বছর ধরে আছে। আর আমরা কখনোই ইমেইলের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করি না।”
তারপরও কিছু ব্যবহারকারী বলছেন, তারা আগে স্মার্ট ফিচার বন্ধ করে রাখলেও সম্প্রতি কিছু অপশন আবার চালু হয়ে গেছে। এতে আরও সন্দেহ তৈরি হয়েছে, গুগল কি গোপনে কিছু পরিবর্তন এনেছে?