কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগে গণসংযোগ, বিএনপিতে ‘সক্রিয় হওয়ার’ বার্তা

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ০৯:০০

এবারের ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন। ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জনগণকে নির্বাচনমুখী করতে ঈদকেন্দ্রিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির নেতারা এলাকায় গিয়ে জেলজুলুমে হতাশ হয়ে পড়া মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত ও ‘সক্রিয় হওয়ার’ বার্তা দিচ্ছেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার মাসের মধ্যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীক না দেওয়ায় স্থানীয় সরকারব্যবস্থার এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়ছে। প্রায় প্রতিটি উপজেলায় দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঈদ ঘিরে নিজেদের মতো করে গণসংযোগ করছেন।


অন্যদিকে সরকারবিরোধী দীর্ঘ আন্দোলন ব্যর্থ হওয়ার পর বিএনপির অনেক নেতা-কর্মীর মধ্যে হতাশা ভর করেছে। রোজায় মাসব্যাপী গণ–ইফতারের মাধ্যমে নেতা-কর্মীদের সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিল বিএনপি। এরই ধারাবাহিকতায় ঈদের সময়েও নেতারা হতাশ হয়ে পড়া তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও