১৯৭৫ সালের পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি: ওবায়দুল কাদের
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২৪, ২০:১৭
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ।
দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।