হাদির ওপর হামলা কেন ঠেকানো গেল না, সরকারকে জবাব দিতে হবে: গোলাম পরওয়ার
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩১
হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তারপরও কেন তাঁকে নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলো, তার জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার। পতিত আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সে প্রশ্নও রেখেছেন তিনি।
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মাহফুজ আলমসহ জুলাই আন্দোলনের নেতারা এই সমাবেশে বক্তব্য দেন।