রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের ওপর নতুন অত্যাচার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ মে ২০২৪, ২০:১৮
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী ৪ মে থেকে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হঠকারী ও মানুষের উপর নতুন অত্যাচারের শামিল। এই পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো।বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, অসহনীয় ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে যখন দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেসময় রেলের ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে নতুন দুর্ভোগ নিয়ে আসবে। এটা হবে কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
- ট্যাগ:
- রাজনীতি
- সিদ্ধান্ত
- অত্যাচার
- রেলের ভাড়া