ইন্টারনেট সংযোগ না থাকলেও হারানো ফোন খুঁজে পাবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১২:১৫
গুগলের জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। এবার সেই অ্যাপের অ্যাডভান্স ভার্সন লঞ্চ করলো গুগল। নতুন ভার্সনে একাধিক ফাটাফাটি সুবিধা পাওয়া যাবে। প্রথম সুবিধা হলো ইন্টারনেট ছাড়াও খুঁজে পাবেন হারানো স্মার্টফোন, ট্যাবলেট এবং হেডফোন। এর আগে হেডফোন খুঁজে পাওয়ার সুবিধা ছিল না। যা নতুন যোগ করেছে গুগল।
গুগল I/O ২০২৩ ইভেন্টে প্রথম এই ফাইন্ড মাই ডিভাইস অ্যাডভান্স ভার্সনের ঘোষণা করেছিল। এতদিন কোনো হারানো স্মার্টফোন খুঁজে পাওয়ার জন্য সেখানে ইন্টারনেট কানেকশন দরকার পড়ত (ওয়াইফাই অথবা সেলুলার)। তবে নতুন ফিচার ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টারনেট সংযোগ
- খুঁজতে
- হারানো