জিমেইল অ্যাকাউন্টে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে
প্রাপকের ইনবক্সে প্রেরকের ই-মেইল ঠিকানার পাশাপাশি নামও প্রদর্শন করে জিমেইল, যা ‘ডিসপ্লে নেম’ হিসেবে পরিচিত। এর ফলে ই-মেইল খোলার আগেই আমরা প্রেরকের নাম জানতে পারি। তবে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্টে থাকা পুরোনো নাম পরিবর্তন করার প্রয়োজন হয় অনেকের। জিমেইল অ্যাকাউন্টে থাকা নাম পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।
নাম পরিবর্তনের জন্য প্রথমে কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘অ্যাকাউন্টস’ ট্যাবে ক্লিক করার পর ‘সেন্ড মেইল এজ’ অপশনে জিমেইল অ্যাকাউন্টের নাম ও ঠিকানা দেখা যাবে। এরপর ডান পাশে থাকা ‘এডিট ইনফো’ অপশনে ক্লিক করলেই একটি নতুন ট্যাব চালু হবে। ট্যাবটির নেম সেকশনে থাকা ফাঁকা বক্সে কাঙ্ক্ষিত নাম লিখে ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করলেই জিমেইলের ডিসপ্লে নেম পরিবর্তিত হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জি-মেইল
- নাম পরিবর্তন