জাপানের সহায়তায় টেক্সাসে বুলেট ট্রেন প্রকল্পে আগ্রহী যুক্তরাষ্ট্র, হতে পারে আলোচনা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ২১:৫৫
জাপানের বুলেট ট্রেন দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রথম উচ্চ-গতির রেল নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ফলে চলতি সপ্তাহেই ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে বুলেট ট্রেনের এই প্রকল্প নিয়ে আলোচনা করতে পারেন বাইডেন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পরই দুই নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।
গত ৯ বছরের মধ্যে এই প্রথম কোনও জাপানি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দুই দেশের মধ্যে আরও নিবিড় অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তার বহিঃপ্রকাশই এ সফরের লক্ষ্য।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বুলেট ট্রেন