ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ অপেক্ষা
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১৭:৫২
                        
                    
                সরকারি ছুটির পাশাপাশি পোশাক কারখানাগুলোতেও ছুটি শুরু হয়েছে আজ। এতে গত দুদিনের তুলনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রী ও পরিবহনের চাপ। তবে, মহাসড়কে যানজট না থাকলেও ঢাকার ভেতরে যানজট থাকায় দীর্ঘসময় বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তাছাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১৬টি জেলার মানুষ যাতায়াত করেন। দুই মহাসড়কের বড় একটি অংশ নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে গেছে। জীবিকার কারণে ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশে বসবাস করা লোকজন সাধারণত সাইনবোর্ড ও শিমরাইল বাসস্ট্যান্ড থেকে সুবিধাজনক পরিবহনে যাতায়াত করে থাকেন।