কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবারের ছুটিতে পাঁচ কারণে পর্যটনে আগ্রহ কম

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৮

ঈদ আর নববর্ষ মিলে এবার লম্বা ছুটি পাচ্ছেন মানুষ। দুই উৎসবের আনন্দে শহর থেকে গ্রামে ছুটছে একটি বড় অংশ। এর বাইরে ছুটিতে বেড়াতে যাচ্ছেন কেউ কেউ। দেশে-বিদেশে পর্যটন এলাকায় ছুটি কাটানো গত কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মূল্যস্ফীতির চাপে থাকা মানুষ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এখন কাটছাঁট করছে। মূলত পাঁচটি কারণে আগের বছরের তুলনায় এবার বেড়ানোয় আগ্রহ কমেছে।


পর্যটনের সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক অর্থনীতির চাপ দেশেও আছে। মানুষ নিত্যদিনের জীবনযাপনের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে ভ্রমণের মতো বিলাসিতায় খরচের চিন্তা করতে পারছে না। ডলারের দাম বেশি। বেশি দামে, উড়োজাহাজের টিকিটের দাম চড়া; তাই বিদেশে বেড়াতে যেতে আগ্রহী কম। খরচের চাপ ছাড়াও দেশের আবহাওয়া বেড়ানোর অনুকূলে নেই, এখন প্রচণ্ড গরম। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিস্থিতি যুক্ত হয়ে এবার বেড়ানোয় আগ্রহ কমেছে মানুষের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও