শুটিং করতে গিয়ে পাওয়া ‘মাস্টার’–এর গল্প
উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত জেলেদের গল্প নিয়ে সিনেমা ‘নোনা জলের কাব্য’। সিনেমায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের কারণে জেলেদের টিকে থাকার গল্প। সিনেমায় দেখা যায়, এই মানুষেরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে তাঁদের সমস্যার কথা বলেন। সুফল ভাগ্যে তেমন মেলে না। তথ্যচিত্রের শুটিংয়ে গিয়ে বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। পরবর্তী সময়ে তিনি এসব সুবিধাবঞ্চিত মানুষের গল্প নিয়ে তুফান সিনেমা নির্মাণ করেন। সেখানে জেলেদের আবাসন–সংকট দেখান। এ দুই সিনেমার শুটিংয়ে গিয়ে পরিচালক পেয়ে যান তৃতীয় চলচ্চিত্রের গল্প। সিনেমাটির নাম ‘মাস্টার’। অনুদানের এ সিনেমার শুটিং গত বুধবার শেষ হয়েছে।
তরুণ এই নির্মাতা জানান,‘ নোনা জলের কাব্য’র শুটিংয়ের সময় দিনের পর দিন তিনি জেলেপল্লিতে সময় কাটিয়েছেন। তখন এসব মানুষের অসহায়ত্ব খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, ‘দেখা যেত, এই মানুষেরা স্থানীয় কোনো জনপ্রতিনিধির কাছে গেলে তিনি প্রশাসনের কাছে পাঠিয়ে দিতেন। আবার প্রশাসনের কাছে গেলে তারাও দায় নিত না। এসব সাধারণ মানুষ কোথায় যাবে? সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে “মাস্টার” সিনেমার গল্প লেখা শুরু। এখানেও আমরা কাউকে দায়ী করছি না। এই বাস্তবতার পেছনে নানা গল্প রয়েছে, সেগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে সিনেমাটি নির্মাণে।’
- ট্যাগ:
- বিনোদন
- গল্প
- জীবনের গল্প
- শুটিং হাউজ