ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কমপক্ষে একলাখ টাকা জরিমানার নির্দেশ সচিবের
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ায় আদায় করলে পরিবহন মালিককে কমপক্ষে একলাখ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ ছাড়া ঈদুল ফিতরে পরিবহন থেকে কোনো ধরনের চাঁদাবাজি ও ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি দেন।
ফরিদপুরের ভাঙায় ধান গবেষণা কেন্দ্রের হলরুমে আজ বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, কোনো অবস্থাতেই কোনো জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এছাড়া সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোন ধরনের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন সচিব।