কোমর ও পিঠব্যথা যখন গুরুতর
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১৩:১৯
কোমর ও পিঠে ব্যথা আমাদের প্রায়ই হয়। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো ভুল দেহভঙ্গির কারণে হয়ে থাকে এবং তেমন গুরুতর কিছু নয়। কিন্তু যদি এর কারণ হয় ডিস্ক হার্নিয়েশন, তবে এটি গুরুতর।
মেরুদণ্ডে ৩৩টি কশেরুকা থাকে। দুটি কশেরুকার মধ্যখানের অস্থিসন্ধিতে থাকে গোলাকার চাকতির মতো অংশ; যাকে ডিস্ক বলে। এগুলো জেলিসদৃশ বস্তু দিয়ে গঠিত। কশেরুকার মধ্যে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, পস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আটকে রাখে ডিস্কগুলো। অ্যান্টেরিয়র লিগামেন্ট অত্যন্ত শক্ত হলেও পস্টেরিয়র লিগামেন্ট খানিকটা দুর্বল। যখন কোনো কারণে পস্টেরিয়র লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে ডিস্ক নিউক্লিয়াস স্পাইনাল ক্যানালে বেরিয়ে আসে, তাকে বলে ডিস্ক হার্নিয়েশন; সহজ ভাষায় স্লিপড ডিস্ক।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গুরুতর অসুস্থ
- পিঠব্যথা
- কোমর