You have reached your daily news limit

Please log in to continue


আপাতত রাষ্ট্রদূতদের চুক্তিতে নিয়োগ নয়

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রদূত হিসেবে সরকার নতুন করে কাউকে চুক্তিতে নিয়োগ করছে না। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় চুক্তি ও চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হচ্ছে এমন ১০ জন রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসতে বলা হয়েছে। এ ছাড়া চুক্তিতে থাকা ও অবসরে যাবেন, এমন আরও সাত রাষ্ট্রদূতের চাকরি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে চলতি বছরে ১৭ জন রাষ্ট্রদূতের পদে রদবদল হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটা হবে শীর্ষ কূটনীতিকদের পদে বড় ধরনের পরিবর্তন। এর পাশাপাশি এ বছরের ডিসেম্বরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তির মেয়াদও শেষ হচ্ছে। এর বাইরে আগামী বছর যুক্তরাষ্ট্রসহ চারটি দেশে বাংলাদেশের কূটনীতিকদের চুক্তির মেয়াদও শেষ হতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন