কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সত্যি কথাটা বললেন মুমিনুল

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ২১:২৭

চট্টগ্রাম টেস্ট থেকে বাংলাদেশ দলের পাওয়ার আর কিছু নেই।


শ্রীলঙ্কার ৫১১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ দল চতুর্থ দিন শেষে ৬৭ ওভার ব্যাট করে ২৬৮ রান করেছে ৭ উইকেট হারিয়ে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম অপরাজিত থেকে ম্যাচটাকে পঞ্চম দিনে নিতে পেরেছেন, এটাই বাংলাদেশ দলের প্রাপ্তি।


সিলেট টেস্টের পর চট্টগ্রামেও বাংলাদেশের এমন অবস্থার পেছনে দায়টা ব্যাটসম্যানদেরই। কাল ব্যাটসম্যানদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে সে দায় মাথা পেতে নিয়েছেন জাকির হাসান। আজ মুমিনুল হকও তা–ই করলেন। তিনি অবশ্য এমন ব্যাটিংয়ের পেছনে প্রস্তুতিঘাটতিকেও একটা কারণ হিসেবে দেখিয়েছেন।


মুমিনুল হকের যুক্তি, ‘হতে পারে অনেক দিন পরে টেস্ট খেলছি। আপনার কাছে এটা একটা অজুহাত হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার তো সমস্যা হয়নি? আমার সমস্যা হয়নি। কিন্তু যারা খেলছে, তারা বেশির ভাগ সাদা বলে খেলে আসছে। এটাই বাস্তব। জিনিসটা নেতিবাচক হতে পারে। কিন্তু নেতিবাচক হলেও কিন্তু অনেক সময় সত্য হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও