ভারত না এলে বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি

যুগান্তর প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১৮:২১

ভারত বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। তাই দেশটির বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে থাকে অন্য সব দেশ। তাদের বিপক্ষে খেললে আয়ের একটা বড় উপলক্ষ্য তৈরি হয়। বাংলাদেশেরও আসন্ন ভারত সিরিজ নিয়ে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন সে সিরিজ ভেস্তে যাওয়ার পথে।


ভারতঘেঁষা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিপক্ষে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ‘শত্রুভাবাপন্ন’ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত। এবার ক্রীড়াক্ষেত্রেও তার আঁচ লাগছে। বাংলাদেশের বিপক্ষে আগস্টে অনুষ্ঠিতব্য সিরিজ বাতিলের ভাবনা তারই অংশ।


যদি সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়েই যায়, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্র জানায়, এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসঙ্গে বিক্রি করার। বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চমূল্যের আশা করেছিল তারা। কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও