মাইক্রোসফটের প্রথম যন্ত্র সফটকার্ডের ঘোষণা

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১১:২০

মাইক্রোসফটের প্রথম যন্ত্র সফটকার্ডের ঘোষণা



শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তাদের প্রথম একমাত্র যন্ত্র (হার্ডওয়্যার) জেড-৮০ সফটকার্ডের ঘোষণা দেয়। সফটকার্ডে মুদ্রিত সার্কিট বোর্ডের ওপর একটা মাইক্রোপ্রসেসর লাগানো ছিল, এটি অ্যাপল-টু পারসোনাল কম্পিউটারে যুক্ত করা যেত। অ্যাপল কম্পিউটারে বাড়তি কিছু কাজ করার সুবিধা দিত এটি। এর খুচরা মূল্য ছিল ৩৪৯ মার্কিন ডলার। এই সফটকার্ডে সিপি/এম অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফট বেসিক প্রোগ্রাম ছিল। ফলে অ্যাপল-টুতে এসব প্রোগ্রাম চালানো যেত সফটকার্ডের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও