গুরুতর রোগের লক্ষণ হতে পারে মাথাব্যথা, কখন সতর্ক হবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১১:১৫
মাথাব্যথার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। প্রতিদিনের জীবনে নানা কাজ, ঝামেলা, অশান্তি ও সমস্যা সামাল দিতে গিয়ে মাথাও ক্লান্ত হয়ে পড়ে। আর তখনই শুরু হয়ে যায় মাথাব্যথা। অনেকেই সাধারণ ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়েন। কেউ কেউ আবার মাথায় তেল মালিশ করে আরাম পান।
তবে কিছু ক্ষেত্রে মাথাব্যথা সামান্য় মাথাব্যথায় আটকে থাকে না। বরং তার থেকে আরও বড় সমস্যার সূত্রপাত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কখনো কখনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে মাথাব্যথা। তখন এই ব্যাপারে সতর্ক না হলেই নয়।