বাংলাদেশে বাটার বিপুল সম্ভাবনা আছে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১০:৫৮
বাটা শু অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ কাটারিয়া সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরকালে তিনি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ দেশে বাটার অবস্থান, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ।
সন্দীপ কাটারিয়া: আমি ২০২২ সালেও বাংলাদেশে এসেছিলাম। দুই বছর পর এবার এসে ব্যাপক পরিবর্তন দেখলাম। অনেক ফ্লাইওভার হয়েছে। বিমানবন্দরে নতুন টার্মিনাল হচ্ছে। মেট্রোরেল চালু হয়েছে। এর মানে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। যখন একটি দেশ এগিয়ে যায়, তখন মানুষের চলাচলও বেড়ে যায়। সেই সঙ্গে ওই দেশের পাদুকাশিল্পও (ফুটওয়্যার খাত) এগিয়ে যায়। এই দেশের দ্রুত প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনার অংশ হওয়ার সুযোগ বেড়েছে পাদুকাশিল্পের।