আবির রাঙা দোলের দুপুরে পুরান ঢাকার গলিতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ২২:৪২
তখন বেলা ১টা। শাঁখারী বাজারের সরু গলিতে প্রতিদিনের মতোই হাঁকডাক। স্বর্ণ আর শাঁখার দোকানগুলোতে জমজমাট ক্রেতায়। তবে চারপাশের রংয়ের ছটায় ভিন্নতা এনেছেে দুপরে।
নারীদের হাতে হাতে বাহারি থালা, তাকে হরেক রং। কেউ মন্দিরে প্রতিমার গায়ে চড়াচ্ছেন সেই রং, কেউ বা স্বামীর চরণে রং লাগিয়ে প্রণাম করছেন। দোকানে দোকানে আবির কেনার ধুম। কোথা থেকে যেন কয়েক ফোঁটা রং এসে লাগলো কাপড়ে।
রাস্তায় হাঁটতে হাঁটতে মন যখন রংয়ের মায়ায় আনমনে, তখনই ঘোর কাটলো একদল কিশোর আর তরুণের ‘এই ধর ধর ওরে রং দে’ হট্টগোলে।
প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রার দিন এভাবেই আবিরের ছটায় ভরে ওঠে পুরান ঢাকার শাঁখারী বাজার-তাঁতিবাজারের অলিগলি। আর এই বছর সেটা পালিত হল সোমবারে।