এনদ্রিককে নিয়ে রিয়ালে ‘দারুণ কিছু’ করার আশায় ভিনিসিয়ুস
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৪:১৮
একটাই গোল, সেটাতেই মিলেছে ব্রাজিল ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ। বলা হচ্ছে শনিবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গোলটির কথা। ম্যাচের ৮০ মিনিটে গোলের জন্য শট নিয়েছিলেন ভিনিসিয়ুস, ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড সেটি রুখে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেনি। বল পেয়ে যান কাছে থাকা এনদ্রিক। কাছ থেকে বল জালে জড়াতে তিনি ভুল করেননি।
জুলাইয়ে ২৪ পূর্ণ করতে যাওয়া ভিনিসিয়ুস ব্রাজিল ফুটবল দলের বর্তমানের তারকা। আর ১৭ বছর ৮ মাস বয়সী এনদ্রিককে ভাবা হচ্ছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ। সামনের মৌসুমে দুজন একত্র হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদেও। আত্মবিশ্বাসী ভিনির আশা, মাদ্রিদের ক্লাবটিতে একসঙ্গে দারুণ কিছুই করবেন তাঁরা।
- ট্যাগ:
- খেলা
- আশা
- রিয়াল মাদ্রিদ
- দারুণ