কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রানীকে নিয়ে ঢাকায় ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

সমকাল প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৩:৫৫

সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এ সফরে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন রানী ও তাঁর পরিবারের সদস্য এবং দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তা।


সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের রাজা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ৭ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর এটি। এ সফরে থিম্পুর সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এ ছাড়া দুই দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি নবায়ন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও