৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

ইন্ডিপেন্ডেন্ট ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১৩:১১

চলছে রমজান মাস। আগামী ১০ বা ১১ তারিখে হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এবার সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার, শবে কদর, পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। 


সাধারণত আমাদের দেশে ২৯ রমজান থেকে শুরু হয় ঈদের ছুটি। সে অনুযায়ী আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরুর সম্ভাবনা রয়েছে। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি শুক্র-শনি আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি শেষে ফের অফিস শুরু হবে ১৫ এপ্রিল (সোমবার)। অর্থাৎ টানা ৬ দিনের ছুটি রয়েছে।


তবে ৫ ও ৬ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ৭ এপ্রিল (রোববার) শবে কদর। মাঝে কর্মদিবস একদিন ৮ এপ্রিল (সোমবার)। 


এদিকে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। 


আরব আমিরাত জানিয়েছে, এবার রমজান মাস ৩০ দিনে হতে পারে। আর এমনটি হলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে আগামী ১০ এপ্রিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও