আইনানুযায়ী বহুল আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির হোতাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে বিচারিক আদালতে। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম গত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
রায়ে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারপারসন জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। যাবজ্জীবন পাওয়া অন্য আসামিরা তানভীরের সহযোগী হিসেবে অবৈধ সুবিধা নিয়েছেন। এ ছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। উল্লিখিত আইনে এই অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
- ট্যাগ:
- মতামত
- সরকার
- আদালত
- পর্যবেক্ষণ