প্রস্রাবে ফেনা হওয়া কঠিন রোগের লক্ষণ নয় তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৩:৫৭
প্রস্রাবের নানা সমস্যায় ভোগেন কমবেশি সবাই। এই যেমন ধরুন পানি কম পান করলে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। আবার সঠিক পরিমাণে পানি পান করলে এ সমস্যা সেরে যায়। তবে প্রস্রাবের রং, ধরন আমাদের শরীরের বেশ কিছু সমস্যার কথা জানান দিতে পারে। যেমন অনেকের প্রস্রাবে ফেনা হয়।
অনেকের অল্প প্রস্রাব হলেও ফেনা হয় তাতে। প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষই এটি খেয়াল করেন না। কেউ কেউ মনে করেন, প্রস্রাবের বেগ ও উপাদানের কারণে এতে ফেনা হচ্ছে।