![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F875d396a-7bb0-461f-92bb-41e11258d872%252FMustafizur.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D576%26dpr%3D1.0)
নতুন চ্যালেঞ্জের জন্য দোয়া চেয়ে চেন্নাইয়ের পথে মোস্তাফিজ
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১৪:০৬
মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলা নতুন কোনো খবর নয়। ২০১৬ সাল থেকেই বাংলাদেশের বাঁহাতি পেসার মোটামুটি নিয়মিত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। ২০১৯ ও ২০২০ সাল ছাড়া সর্বশেষ আট আইপিএলের ছয়টিতেই ছিলেন মোস্তাফিজ। সেই মোস্তাফিজ এবারের আইপিএলে খেলবেন নতুন দল চেন্নাই সুপার কিংসে। নতুন দলের হয়ে খেলতে আজ চেন্নাই রওনা হয়েছেন মোস্তাফিজ।
আজ সকালে বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাই রওনা হওয়ার খবর নিজেই দিয়েছেন। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি দিয়ে ২৮ বছর বয়সী বোলার লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন, আমি যেন নিজের সেরাটা দিতে পারি।’