![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2022-07%2F5cfe49b3-e398-4ff3-a756-8633f69f321e%2Fenimg_181627_2010_12_14.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ: সাজা কমে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডের রায়ে আসামির রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এসিড নিক্ষেপ
- আমৃত্যু কারাদণ্ড