কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সড়ক বর্ধিত হলেই দখলে যায় পরিবহন শ্রমিকদের

জাগো নিউজ ২৪ সিলেট সদর প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ০৮:৩৫

সিলেট নগরী আয়তনে বাড়লেও সে তুলনায় প্রশস্ত হয়নি সড়ক। যেগুলো প্রশস্ত করা হচ্ছে সেগুলো কিছুদিনের মধ্যেই চলে যাচ্ছে পরিবহন শ্রমিকদের দখলে। সেই দখলদারত্ব থেকে কোনোভাবেই এসব সড়ক উদ্ধার করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। উদ্ধারে অভিযান চালালে উল্টো অবরোধ-ধর্মঘট করে সিলেটকে অচল করে দেন তারা। যে কারণে সড়ক প্রশস্তকরণের কোনো সুফল পাচ্ছে না জনগণ।


সরেজমিনে নগরীর বিভিন্ন সড়কে দেখা যায়, প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর ৩৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হলেও তার নিয়ন্ত্রণ নেই খোদ সিলেট সিটি করপোরেশনের (সিসিক)। অন্তত দেড় শতাধিক স্থানে অবৈধ স্ট্যান্ড বসিয়ে সড়ক দখল করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। কোথাও সড়কের অর্ধেক অংশজুড়েই পার্কিং স্ট্যান্ড। অনেকেই এসব স্ট্যান্ডে পরিবহন সংগঠনের নামসর্বস্ব সাইনবোর্ড সাঁটিয়ে রেখেছেন। এতে সড়ক প্রশস্ত হলেও দুর্ভোগ কমেনি। উল্টো পরিবহন শ্রমিকদের রাজত্ব বেড়েই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও