You have reached your daily news limit

Please log in to continue


আওয়ামী লীগ নেত্রী পিনু খান আর নেই

আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিনু খান ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিনু খানের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। পিনু খান বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম বাবুর সহধর্মিণী এবং শহীদ বুদ্ধিজীবী ড. বাহাউদ্দিন আহমেদের পুত্রবধূ।

পিনু খানের রাজনীতি শুরু ছাত্র রাজনীতি দিয়ে। তিনি ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন