শিশুদের কি কিডনি বিকল হয়, ডায়ালাইসিস লাগতে পারে?
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১২:১৭
কিডনি আমাদের দেহের ক্ষতিকর দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিডনি বিকল হলে তাই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এক গবেষণায় দেখা গেছে যে বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত। অনেকের ধারণা কেবল বয়স্কদের কিডনি রোগ হয়। কিন্তু শিশুরাও কিডনি সমস্যায় ভোগে। শিশুদের কিডনি রোগের চিকিৎসা বয়স্কদের কিডনি রোগের চিকিৎসা থেকে সম্পূর্ণ ভিন্ন।
এক সমীক্ষায় দেখা গেছে যে আমাদের দেশে হাসপাতালে আসা শিশুদের মধ্যে প্রতি ২০ জনে ১ জন কিডনি রোগে আক্রান্ত।