আজও অন্তরালে শ্রমজীবী নারীর অধিকার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১২:১০
৮ মার্চ বিশ্ব নারী দিবসে আজকাল বেগুনি রং পরতে দেখি সবাইকে। এখন তো সারা দুনিয়াতেই নারী দিবস পালিত হয়, জাতিসংঘেরও একটা নতুন শাখা হয়েছে ইউএন উইমেন নামে, ওরাও ঘটা করে উদ্যাপন করে। একেক বছর একেকটা থিম ঠিক করে, সেটা সামনে রেখে সবাই সচেতনতা তৈরি করতে নামে। এসবে কোনো দোষ নেই।
তথাপি এসব উদ্যাপনে একটা অসম্পূর্ণতা যেন থেকেই যায় শ্রমজীবী নারীর অধিকার আদায়ের প্রসঙ্গে।
- ট্যাগ:
- লাইফ
- জাতিসংঘ
- অধিকার
- বিশ্ব নারী দিবস