পিছু ছাড়ছে না ‘টাইমড আউট’ বিতর্ক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১২:২৪

ধিকিধিকি আগুন জ্বলে—শ্রীলঙ্কা কাল ট্রফি নিয়ে উদ্‌যাপন করে যেন বাংলাদেশি ব্যান্ড মাইলসের জনপ্রিয় গানটি মনে করিয়ে দিল। তাদের মনে এখনো যেন বিশ্বকাপে দিল্লির সেই ম্যাচের টাইমড আউট বিতর্কের আগুন ধিকিধিকি জ্বলছে। 


টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিয়ে শ্রীলঙ্কা দলের বেশির ভাগ ক্রিকেটার হাতের ঘড়ি ইঙ্গিত করে ‘টাইমড আউট’ উদ্‌যাপন করেছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখেছেন প্রতিপক্ষের ইঙ্গিতপূর্ণ উদ্‌যাপন। সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘ওরা ওই টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে! আমার মনে হয়, ওরা এখনো (সেটা থেকে) বের হতে পারে নাই। আমার মনে হয়, ওদের বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করিনি (বিশ্বকাপে দিল্লির সেই ম্যাচে)। একটু বেশিই মাতামাতি করছে, তো করুক। এটা নিয়ে আমরা চিন্তিত না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও