কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন কাঠামোতে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

বিডি নিউজ ২৪ শ্রীপুর (গাজীপুর) প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১২:৩৫

নতুন কাঠামোতে বেতনের দাবিতে এক ডায়িং কারখানার শ্রমিকরা গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পরে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।


শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আসাদ।


তিনি বলেন, শনিবার সকাল ৬টার দিকে নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবিতে এএ ইয়ার্ন লিমিটেড নামের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


“আমরা তাদের নানাভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারিনি। এক পর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা পর তারা ফের সংঘবদ্ধ হয়ে গাড়িতে ভাংচুর চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও