অপরিশোধিত চিনির গলিত পানি কর্ণফুলী নদীতে পড়ছে
আগুন লাগার পর এস আলম চিনিকলের গুদামের অপরিশোধিত চিনির গলিত পানি সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। নদীর বিশাল এলাকাজুড়ে পোড়া তেল ও ফেনার মতো ভাসছে চিনির বর্জ্য। এতে নদীর পানি দূষিত হচ্ছে। ছোট জলজ প্রাণীর জন্য এটা হুমকি বয়ে আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গত সোমবার বিকেল চারটার কিছু আগে কর্ণফুলী থানা এলাকার ইছানগরে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে গুদামে থাকা অপরিশোধিত চিনি পুড়ছে। গুদামটির ধারণক্ষমতা ৬০ হাজার টন। গুদামটি পুরোটা অপরিশোধিত চিনিতে ভর্তি ছিল বলে দাবি করেছে এস আলম কর্তৃপক্ষ। এ রকম আরও চারটি গুদাম রয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আগুন সেগুলোতে ছড়াতে পারেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- নদী দূষণ
- চিনিকল
- বর্জ্য