একসঙ্গে পাঁচজনের কবর, কাঁদছে শাহবাজপুর
কথা ছিল, পরিবার নিয়ে ইতালি চলে যাওয়ার আগে শুক্রবার মাকে দেখতে গ্রামের বাড়ি যাবেন ছেলে। সেজন্য ছেলের পছন্দের খাবারের বাজার-সদাই করিয়ে রেখেছিলেন বৃদ্ধ মা। রাত পোহালেই বাড়িটির সদস্যদের আনন্দে মেতে উঠার আয়োজন ছিল; সেখানে আজ মায়ের বুকফাটা আর্তনাদে প্রতিবেশীদেরও চোখের জল আটকে রাখা কঠিন হচ্ছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে নিহত ৪৬ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের একই পরিবারের পাঁচজন রয়েছেন।
তারা হলেন- শাহবাজপুর গ্রামের মৃত সৈয়দ কাশেম মিয়া ও সৈয়দা হেলেনা বেগম দম্পতির ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন (৪৮), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫), তাদের দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৭) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)।