ডায়াবেটিসের রোগীর দাঁতের যত রোগ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০
ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে মাড়ির প্রদাহ দেখা যায়। এই প্রদাহ বেশি হওয়ার কারণের মধ্যে রয়েছে—
১. দেহে ইনসুলিনের ঘাটতি হলে আমিষের ঘাটতি হয়। এতে কোষকলার স্বাভাবিক বৃদ্ধি, সংস্কার ও উৎপাদন ব্যাহত হয়। তাই মুখের কোনো স্থানে ঘা হলে বা প্রদাহ থাকলে শুকাতে বিঘ্ন ঘটে।
২. দেহে রোগ প্রতিরোধক্ষমতা কমে আসে। এর ফলে দাঁতের গোড়ায় প্লাক জমা থাকলে সহজেই মাড়ির প্রদাহ শুরু হয়;
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মাড়ির যত্ন
- মাড়ির রোগ