ডাইসনের নতুন ভ্যাকুয়াম ক্লিনার ঘরের মেঝেও ধুয়ে দেয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫
নতুন এক ধরনের ‘ভেজা’ ভ্যাকুয়াম ক্লিনার বাজারে এনেছে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ‘ডাইসন। এর কাজ হল ঘরের ধুলাবালি পরিষ্কার করার পাশাপাশি মেঝেও ধুয়ে দেওয়া।
নতুন এই ভ্যাকুয়াম ক্লিনারটি অনেকটা মপের মতো কাজ করে, যার মাধ্যমে মেঝেতে পানি ফেলে পরবর্তীতে সে জায়গাটি পরিষ্কার করে পানি আবার তুলে নেওয়া যায়। সম্ভবত, ভ্যাকুয়াম ক্লিনারটি পানির পাশাপাশি মেঝে থেকে ছোটখাট ময়লাও তুলে নিতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ডাইসনের তৈরি প্রথম তারহীন ভ্যাকুয়াম ক্লিনার এটি, যা একইসঙ্গে ভেজা ও শুষ্ক অবস্থায় কাজ করতে পারে। তবে ভ্যাকুয়ামের মোছার অংশটিকে ডাকা হচ্ছে ‘সাবমেরিন’ নামে, যা আসলে ভ্যাকুয়াম ক্লিনারের একটি পৃথক মাথা, যেটি সাধারণত ডাইসন ইউনিটের সঙ্গেই লাগানো থাকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভ্যাকুয়াম ক্লিনার
- ক্লিনার