ঘুরে ফিরে পুরোনো প্রস্তাবই দিচ্ছেন জেলা প্রশাসকরা

সমকাল প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার। চলবে ৫ মার্চ পর্যন্ত। সম্মেলনে এবারই প্রথমবারের মতো সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিসিদের বৈঠকের কর্মসূচি রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।


মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনু বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঘুরেফিরে প্রতিবছর একই প্রস্তাব আসছে সরকারের কাছে। এর কারণ আগের সিদ্ধান্তের বড় অংশই বাস্তবায়ন হয়নি। 


রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল অনুষ্ঠান বা কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।


মাঠ পর্যায়ে সরকারের নীতিনির্ধারক হিসেবে পরিচিত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। আগে বছরের মাঝামাঝি জুন-জুলাইতে আয়োজন করা হলেও করোনা মহামারির সময় থেকে গত কয় বছর এই নিয়মের ব্যত্যয় ঘটেছে। করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে সম্মেলন হয়নি। ২০২২ ও ২০২৩ সালে সম্মেলন হয় জানুয়ারিতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও