
ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
দেশ রূপান্তর
প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৭:৩২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে মো. ইয়াসিন আরাফাত (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ওই এলাকার মো. আবদুল মতিনের ছেলে।
জানা যায়, তীব্র গরমে শুক্রবার রাতে বাসার পাশেই নারিকেল গাছ থেকে ডাব পাড়তে উঠে আরাফাত। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গাছ থেকে পড়ে নিহত