আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টার পর শাহবাগ মোড়ে ছাত্র-জনতাকে অবস্থান করতে দেখা যায়। তবে শাহবাগের এই ব্লকেড কর্মসূচি চলছে গতকাল শুক্রবার বিকেল থেকে।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তবে গতকালের মতো ব্যাপক লোক সমাগম নেই। শাহবাগ মোড়ের চারদিকের সড়কের মুখে ব্যারিকেড দিয়ে মধ্যবর্তী স্থানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
