You have reached your daily news limit

Please log in to continue


আজ থেকে দক্ষিণ এশীয় নাট্যোৎসব

থিয়েটার ক্যানভাস যশোরের আয়োজনে গত বছর থেকে হয়ে আসছে দক্ষিণ এশীয় নাট্যোৎসব। আজ থেকে শুরু হচ্ছে উৎসবের দ্বিতীয় আসর, শেষ হবে আগামী ৯ মার্চ। ১৭ দিনের এই নাট্যোৎসব উদ্বোধন করবেন অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। প্রধান অতিথি থাকবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা নাট্যদলসমূহ। থাকবে বাংলাদেশের নাটুকে থিয়েটার গ্রুপ, দেশ নাটক, শব্দ থিয়েটার, থিয়েটার ক্যানভাস, বিবর্তন যশোর, শব্দ নাট্যচর্চাকেন্দ্র, বাতিঘর থিয়েটার, প্রাচ্যনাট, তির্যক যশোর, জাগরণী থিয়েটার, ভারতের মধ্যমগ্রাম নৃত্যবিতান, অভিমুখ, নেপালের কথাঘেরাসহ তিন দেশের ১৬টি নাট্যদল। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে এসব দলের পরিবেশনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন