এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভামশি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩
ভারতের অন্ধপ্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণা বিরল এক রেকর্ড গড়েছেন। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।সিকে নায়ডু ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন ভামশি কৃষ্ণা।
চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন ভামশি। তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর স্বাদ পেয়েছেন।
অন্ধ বনাম রেলওয়েজ ম্যাচের চতুর্থ দিনে এই রেকর্ড গড়েছেন ভামশি। রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারেই ৬ ছক্কায় ৩৬ রান সংগ্রহ করেন ভামশি। সবমিলিয়ে ৬৪ বলে ১১০ রান করেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে