টাইলস পরিষ্কার করবেন কীভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫

ভবনের অন্দরে–বাহিরে এখন থিমভিত্তিক নকশার চল। তাই টাইলসও পাওয়া যায় হরেক রকম। মার্বেল, কংক্রিট, পোরসেলিন, সিরামিক টাইলসের ব্যবহার চোখে পড়ছে বেশি। কোনো টাইলস হয়তো মেঝের তাপ ও  চাপ সহ্য করার ক্ষমতা রাখে, কিছু টাইলস আবার দেখতে সুন্দর তবে ভঙ্গুর প্রকৃতির। কিছু টাইলস আর্দ্রতা সয়ে সময়ের সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হয়, কিছু আবার আর্দ্রতা পেলে ক্ষয় হতে শুরু করে। তাই মেঝে বা দেয়াল যেখানেই টাইলস ব্যবহৃত হোক, সুবিধা-অসুবিধা আর পরিষ্কার করার উপায় জেনেই দীর্ঘস্থায়ী টাইলস লাগানো উচিত।


নিয়মিত টাইলস পরিষ্কার করার জন্য প্রয়োজন মাইক্রোফাইবার কাপড়, সাধারণ ডিটারজেন্ট বা সোপ, হালকা গরম পানি, নরম ঝাড়ু বা ব্রাশ। টাইলস সহজে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে নানা রকম নিয়ম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও