ভরা মৌসুমেও চড়া পেঁয়াজ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট। সরকার বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা। কিন্তু দাম কমছে না। উল্টো কোনো কারণ ছাড়াই হঠাৎ বেড়ে যাচ্ছে কোনো কোনো পণ্যের দাম। যেমন চলতি সপ্তাহে বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে ৪০ টাকা পর্যন্ত। মসলাজাতীয় পণ্যটির এই ভরা মৌসুমেও দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের অজুহাত—সরবরাহ সংকট।
একই অজুহাত দেখিয়ে গত জানুয়ারির শেষ দিকে এক দফা বাড়ানো হয়েছিল পেঁয়াজের দাম। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজের দাম উঠেছিল ২৪০ টাকা পর্যন্ত। অপরিণত মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয় ১৭০ টাকায়। কয়েক বছর ধরে আগস্ট-সেপ্টেম্বরে পেঁয়াজের দাম লাফিয়ে বাড়া নিয়মিত ঘটনা হলেও ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধি বিরল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পেঁয়াজের দাম
- চড়া দাম