এক বছরে ১১০ কোটি ডলার অর্থ মুক্তিপণ দিয়েছেন ভুক্তভোগীরা
বর্তমান সময়ে যেসব সাইবার হামলা হচ্ছে সেগুলোর বেশির ভাগই করা হচ্ছে র্যানসমওয়্যারের মাধ্যমে। তবে এখন আর শুধু ব্যক্তিগত কম্পিউটারে এ হামলা সীমাবদ্ধ নেই। এ হামলাগুলোর লক্ষ্য এখন বিভিন্ন বড় করপোরেট প্রতিষ্ঠান। ২০২৩ সালে র্যানসমওয়্যার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর র্যানসমওয়্যারের হামলার শিকার ভুক্তভোগীরা প্রায় ১১০ কোটি ডলার মুক্তিপণ বাবদ দিয়েছেন। সাম্প্রতিক ক্রিপ্টোকারেন্সি গবেষণা প্রতিষ্ঠান চেইনালাইসিসের প্রকাশিত প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় র্যানসমওয়্যারের হামলায় অর্থ প্রদানের পরিমাণ দ্বিগুণ হয়েছে। এ সময়ে সাইবার অপরাধীদের মূল শিকার ছিল হাসপাতাল, স্কুল ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছরগুলোয় র্যানসমওয়্যার ল্যান্ডস্কেপ আরো বিস্তৃত হয়ে উঠবে। মুক্তিপণ আদায়ের জন্য ভুক্তভোগীর ওপর হামলাকারীরা চাপও কয়েক গুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মুক্তিপণ আদায় হবে প্রধানত ক্রিপ্টোকারেন্সিতে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবার হামলা
- মুক্তিপণ