টোনার ত্বকে যে কাজ করে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫

ত্বকের যত্নে প্রধান কয়েকটি ধাপ হল- ফেইস ওয়াশ, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার। এই তিন ধাপ নিয়মিত মেনে চললে বাহ্যিক দূষণ ও ক্ষতি থেকে ত্বককে বাঁচানো যায়।


এছাড়াও ত্বকের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল- টোনার ব্যবহার।


ত্বকের টোনারের কাজ


একসময় টোনার অনেকটা ‘অ্যাস্ট্রিনজান্ট’ হিসেবে ত্বকের যত্নে ব্যবহার করে পরে ধুয়ে ফেলতে হত। বর্তমানে এর ব্যবহার ও উপকারিতায় পরিবর্তন এসেছে।


এই বিষয়ে নিউ ইয়র্ক সিটি’র বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ এবং ‘টিআরএনআর স্কিন’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ডা. রায়ান টার্নার বলেন, “সময়ের সাথে সাথে আর্দ্রতা রক্ষাকারী এবং সক্রিয় উপাদান যোগ করে টোনারকে উন্নত করা হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও