You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গা পীড়িত উত্তরাঞ্চল এখন সমৃদ্ধ জনপদ : পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, রংপুর বিভাগকে এক সময় মঙ্গা কবলিত ও পশ্চাৎপদ ভাবলেও গত ১৫ বছরে সেই অবস্থার যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। ২০০৮ সালের নির্বাচনী প্রচারণায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগ এখন খাদ্য-শস্য উদ্বৃত্ত একটি অঞ্চল। এক সময়ের মঙ্গা পীড়িত উত্তরাঞ্চল এখন সমৃদ্ধ জনপদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে যুবলীগের উদ্যোগে রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য রংপুর মহানগর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলা যুবলীগের প্রতিনিধিদের কাছে শীতবস্ত্র হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন