বিএসএফের বাধায় বেনাপোল ট্রাক টার্মিনাল নির্মাণকাজ বন্ধ

বাংলা ট্রিবিউন বেনাপোল চেকপোস্ট প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের দেড়শ’ গজের মধ্যে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে নির্মাণাধীন ট্রাক টার্মিনালের একাংশের কাজ বন্ধ করে দিয়েছে। টানা ১১ দিন বন্ধ রয়েছে নির্মাণকাজ। বিষয়টি সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও এই বিষয়ে কোনও সুরাহা মেলেনি।


বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণকাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তা না হলে যেকোনও সময় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও