![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/01/23/51517f7f625f26dbb0503e12c5519789-65af792a9ffa8.jpg)
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও ভারতের দাপট
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭
২০২৩ সালের ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ দর্শকের সামনে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কাছাকাছি গিয়ে শিরোপা না জিততে পারার আক্ষেপের ঘটনা বাদ দিলে গত বছর ওয়ানডেতে একের পর এক রেকর্ড গড়ে ভারত। উইজডেনের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও ভারতীয় ক্রিকেটারের সংখ্যা বেশি।
ওয়ানডে ক্রিকেটের হিসাব করলে ২০২৩ সালকে ‘ডাবল সেঞ্চুরির বছর’ বললেও ভুল হবে না। শুবমান গিল, গ্লেন ম্যাক্সওয়েল—দুই তারকা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন গত বছর। ২১৮ ওয়ানডে ম্যাচ হয়েছে গত বছরে, যা এক বছরে ওয়ানডের হিসাবে সর্বোচ্চ।