দেশ থেকে সরাসরি বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রি বন্ধ, বাড়ছে দাম

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:২২

ডলার সংকটে আয়ের বেশির ভাগ অর্থ ফেরত নিতে না পারায় স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বাংলাদেশে পরিষেবা দেওয়া বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইনস।


মুনাফা ফেরত নিতে না পারায় কয়েকটি এয়ারলাইনস অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) কাছে টিকিট বিক্রি শুরু করেছে। লাভের জন্য তারা স্থানীয় এজেন্টদের কাছে টিকিট বিক্রি করে দেয়।


অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এতে বেশ কয়েকটি সমস্যার সৃষ্টি হয়েছে। এর একটি হলো স্থানীয় এজেন্টদের কাছে টিকিটের দাম বেড়ে যাওয়া। বাড়তি অর্থ গুনতে হচ্ছে যাত্রীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিকরা চাপে পড়ছেন।


অন্যটি হলো, প্রায় তিন হাজার ৬০০ স্থানীয় ট্রাভেল এজেন্টদের ব্যবসা দ্রুত লোকসানে পড়ছে।


বিদেশি এয়ারলাইনস ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অভিযোগ সরকারি কর্মকর্তাদেরও বিব্রত করছে এবং বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও